পাগড়ি ও দীর্ঘ আলখাল্লা পরে মঞ্চে হাজির হলেন ভারতীয় পপব্যক্তিত্ব <br />দালের মেহেন্দী। ফোকফেস্টের প্রথম দিনের প্রধান চমক ছিলেন তিনি। তাকে দেখেই উচ্ছ্বসিত হলেন দর্শক। মঞ্চে এসে বললেন কেমন আছো বাংলাদেশ। এরপর গান ধরলেন। শুরুতেই ‘বাহুবলী দ্য বিগিনিং’ চলচ্চিত্রের টাইটেল গান ‘বাহুবলী’ গেয়ে শোনান।<br /><br />বাংলাদেশসহ ছয় দেশের দুই শতাধিক শিল্পী অংশ নিচ্ছে এবারের উৎসবে। ২০১৫ সাল থেকে প্রতি বছর অনুষ্ঠিত হচ্ছে ‘ঢাকা ইন্টারন্যাশনাল ফোকফেস্ট’। শনিবার শেষ হবে এবারের উৎসব।<br /><br />বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/entertainment/news/539742<br /><br />#Dhaka_International_FolkFest_2019